সিলেটে একটি ট্রাক, একটি প্রাইভেট কারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও কার ট্রাক আটক করা হয়। তারা তিনজনই চোরাকারবারী। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় পিয়াজ জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর জেলার কালিয়াকৈর থানার ভাওয়াল মির্জাপুর এলাকার পূর্ববড়চলা গ্রামের আব্দুর রহিম ও মাকসুদা বেগমের ছেলে মাহফুজুর রহমান (৩৮), কুমিল্লার হোমনা থানার দড়িচর গুচ্ছগ্রামের আবু হানিফ ও তাছলিমা বেগমের ছেলে শাহ আলম (২১), সিলেটের দক্ষিণ সুরমা থানার দাউদপুর মুছারগঁওয়ের মৃত শরাফত মিয়া ও হাছনা বেগমের ছেলে বেলাল আহমদ (৪০)।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কমকর্তা জানান, শনিবার সকাল পৌনে ৭টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশর একটি দল কোতোয়ালী থানার সোবহানীঘাট কাঁচাবাজার সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে ১১ হাজার ২৫০ কেজি ভারতীয় পেঁয়াজসহ এই তিনজনকে গ্রেফতার করা হয়।
জব্দকৃত পিয়াজের বাজারমূল্য ৮ লাখ ৪৩ হাজার ৭৫০ টাকা। এসময় হলুদ ও নীল বর্ণের কার্গো ট্রাক গাড়ী ( রেজি. নং ঢাকা মেট্রো-ট-১৬-৭২৩০) আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং ৫২/২২/১১/২৫) দায়ের করে তিনজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।
একই দিন সকাল সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ শাহপরান থানার মুরাদপুর পয়েন্ট এলাকায় চেকপোস্ট চলাকালে একটি নম্বরবিহীন পিকআপ থামানোর সংকেত দিলে গাড়ি থাকা অজ্ঞাত আসামিরা পালিয়ে যায়। পিকআপটি তল্লাশি করে ২ হাজার ৬৪ কেজি ভারতীয় পিয়াজ জব্দ করা হয় যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬৫ হাজার ১২০ টাকা।
এ ব্যাপারেও প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিডি প্রতিদিন/আরাফাত