সিলেটে বাঁশঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব। বুধবার দিবাগত রাত ৩টার দিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ কালিবহর এলাকার একটি বাঁশঝাড় থেকে দেশীয় তৈরি ১২ বোরের শটগানটি উদ্ধার করা হয়।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে এয়ারগান পরিবর্তন করে শটগানটি তৈরি করা হয়েছিল। আগ্নেয়াস্ত্রটি বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত র্যাব-৯ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক ও ১৮টি ডেটোনেটর উদ্ধার করেছে।
বিডি প্রতিদিন/কেএইচটি