ভারতের বিরুদ্ধে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, পাকিস্তান কোনোভাবেই ভারতকে বিশ্বাস করতে পারে না। ভারত আবারও সীমান্ত পেরিয়ে আক্রমণের চেষ্টা করতে পারে। এমন পরিস্থিতির জন্য ইসলামাবাদ পূর্ণ সতর্ক অবস্থায় আছে।
ভারতীয় সেনাপ্রধানের সাম্প্রতিক মন্তব্যের দিকে ইঙ্গিত করে সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। খাজা আসিফ বলেন, আমরা কোনো পরিস্থিতিতেই ভারতকে উপেক্ষা করছি না, না কোনো অবস্থাতে ওদের ওপর আস্থা রাখছি। আমার বিশ্লেষণ অনুযায়ী, ভারতের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বা কোনো ধরনের শত্রুতামূলক কৌশলের সম্ভাবনাকে আমি উড়িয়ে দিতে পারি না। সীমান্তে আগ্রাসন হোক বা অন্য কোনো হামলা, অবশ্যই সর্বক্ষণ সতর্ক থাকতে হবে।
অপারেশন সিন্দুরকে ‘৮৮ ঘণ্টার ট্রেলার’ হিসেবে অভিহিত করে ভারতীয় সেনাপ্রধানের মন্তব্যের কয়েকদিন পর পাক প্রতিরক্ষামন্ত্রীর এসব কথা বললেন। খাজা আসিফ বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, চীন এবং অন্যান্য রাষ্ট্র চায় পাকিস্তানে অনুপ্রবেশ বন্ধ হোক। আফগানিস্তান সন্ত্রাসীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি।
ভারত-পাকিস্তান বৈরিতা দিন দিন আরও তিক্ত রূপ নিচ্ছে। আর এরমধ্যেই যুক্ত হয়েছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা। ইসলামাবাদ বারবার দাবি করে আসছে যে, নয়াদিল্লির নির্দেশনায় কাবুল সীমান্তযুদ্ধে জড়িয়েছে।
সামা টিভিকে খাজা আসিফ আরও বলেন, ভারত চায় না পাকিস্তান-আফগানিস্তানের সীমান্ত সংঘাতের সমাধান হোক। তিনি শঙ্কা প্রকাশ করেন, পাকিস্তান এখন দুই ফ্রন্ট থেকে হামলার শিকার হতে পারে। আফগানিস্তান পাকিস্তানের উত্তেজনার পেছনে রয়েছে ভারতের উসকানি।
বিডি-প্রতিদিন/শআ