দুর্বৃত্তদের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থী আহত হয়েছেন। ধারালো অস্ত্রের আঘাতে একজনের হাতে কেটে গেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের কাজলা গেট সংলগ্ন ক্যান্টিনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগের ২০২১-২২ সেশনের ফারাবি, তামজিদ আহমেদ বকশি ও নাট্যকলা বিভাগের মিনহাজ।
আহত শিক্ষার্থী তামজিদ আহমেদ বকশি জানান, ক্যাম্পাসের কাজলা গেটে সংলগ্ন একটি হোটেলে তিনি মিনহাজের সঙ্গে রাতের খাবার খেতে যান। এ সময় মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরিহিত কিছু লোক মোটরসাইকেলে আসেন এবং ফারাবিকে মারধর শুরু করেন। আমি ঠেকাতে গেলে, আমাকেও মারধর করে তুলে নিয়ে যায় এবং কাজলা মোল্লা স্কুলের পাশে নিয়ে জিজ্ঞেসাবাদ করে। এরমধ্যে তাদের ফোনে কল আসলে আমাকে ছেড়ে দেয় এবং বলে, আমরা চলে গেলে তুই সোজা চলে যাবি। তখন আমি দৌড় দিয়ে শহিদ হবিবুর হলে এসে বিষয়টি সবাইকে জানাই।
জানা গেছে, কাজলায় খাবার হোটেলে দুর্বৃত্তরা ফারাবিকে মারধর শুরু করলে ঠেকাতে আসেন ফাইনান্স বিভাগের বকশি, রোন, মঈনুদ্দিন ও নাট্যকলা বিভাগের মিনহাজ। এ সময় দুর্বৃত্তদের আঘাতে মিনহাজ আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ফারাবিও আহত অবস্থায় এ মেডিকেল আছেন। আহত বকশি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়ে মেসে গেছেন। ফারাবি মাদার বখস হল ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা ও শাখা ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী ছিলেন। তবে ছাত্রজনতার কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে উঠলে ১৬ জুলাই ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন ফারাবি।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, এ মুহূর্তে দুর্বৃত্তদের কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশসহ আমরা মূল ঘটনা ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছি।
বিডি প্রতিদিন/নাজিম