নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে শহরের বাবুরাইল এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে স্থানীয় তরুণ ভোটারসহ নানা শ্রেণি পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগের এক পর্যায়ে মাসুদুজ্জামান মাসুদ বলেন, ‘আমরা আজ মানুষকে বোঝাতে চেষ্টা করেছি যে আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে। নারায়ণগঞ্জের প্রতিটি ঘরে আমরা এই বার্তা পৌঁছে দিতে পেরেছি বলে আমি মনে করি। মানুষের প্রতিক্রিয়া দেখে আমি খুব আশাবাদী যে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে একটি ইতিবাচক বিপ্লব ঘটবে।’
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, হাজী ফারুক হোসেন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্ ও বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/আশফাক