রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম পূর্ব চত্বরে আাগামীকাল অনুষ্ঠিত হবে ষষ্ঠ আন্তর্জাতিক কিরাত সম্মেলন। সম্মেলন আয়োজন করছে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ। গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। তিনি জানান, পবিত্র কোরআনের অমৃত বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিতে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলস কাজ করে যাচ্ছে। প্রতি বছরের মতো এবারও কোরআনের তিলাওয়াত প্রচার ও প্রসারের লক্ষ্যে আন্তর্জাতিক এ সম্মেলন আয়োজন করা হচ্ছে। বৃহস্পতিবার বাদ জোহর থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মহাসম্মেলন। এতে অংশগ্রহণ করবেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের খ্যাতিমান কারিগণ। ইতোমধ্যে ইরান, মিসর, সৌদি আরব, পাকিস্তান, ইংল্যান্ড ও ভারত থেকে আন্তর্জাতিক পর্যায়ের প্রখ্যাত কারিগণ অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।