নারী কাবাডি বিশ্বকাপে জার্মানিকে উড়িয়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। গতকাল মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে হারিয়েছেন রূপালী আক্তাররা। ফুটবলে জার্মানির চেয়ে যোজন যোজন দূরে বাংলাদেশ। কাবাডিতে ঠিক তার উল্টো। জাতীয় খেলা কাবাডিতে বিশ্বের পাঁচ নম্বর বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে কাবাডির প্রথম পাঠ নিচ্ছে জার্মানি। গতকালের খেলায় পার্থক্যটা খোলা চোখেই দেখা গেল। শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস ও স্মৃতি আক্তাররা শুরু থেকেই প্রতিপক্ষকে আটকে রাখেন। পাশাপাশি রেইড থেকেও পয়েন্ট সংগ্রহ করতে থাকে বাংলাদেশ। মাত্র পাঁচ মিনিটেই জার্মানদের প্রথমবার অলআউট করে স্বাগতিকরা। তখন রূপালী আক্তারের দল এগিয়ে যায় ১০-০ পয়েন্টে। ২০২৩ সালে কাবাডি শুরু করা জার্মান মেয়েরা অবশ্য ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। প্রথমার্ধ্বে বাংলাদেশ ২৮-৯ পয়েন্টে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধ্বে বেশ কিছু পয়েন্ট সংগ্রহ করে নেয় জার্মান মেয়েরা। এ সময় বাংলাদেশ নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারেনি। জার্মানির মেয়েরা দ্বিতীয়ার্ধ্বে ১৮ পয়েন্ট সংগ্রহ করে। অবশ্য ম্যাচের ছয় মিনিট বাকি থাকতে জার্মানিকে তৃতীয়বার অলআউট করে বাংলাদেশ। তখন স্কোর ছিল ৪৩-২১। শেষপর্যন্ত বাংলাদেশ ম্যাচ শেষ করে ৫৭-২৭ ব্যবধানে। এর মধ্যে জার্মানদের আরও একবার অলআউট করেছে বাংলাদেশের মেয়েরা। নারী কাবাডি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে গত সোমবার উগান্ডাকেও বড় ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ। টানা দুই জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেলেন রূপালীরা।