শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার উদ্যোগে নারী শিক্ষার্থীদের আবাসিক হল ও সাব-হলগুলোতে প্রাথমিক রোগ নির্ণয় যন্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে নারী শিক্ষার্থীদের ফাতেমা তুজ জাহরা হল, সিরাজুন্নেসা চৌধুরী হল ও আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্টের কাছে রোগ নির্ণয় যন্ত্র হস্তান্তর করেন ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী আমিনা বেগম ও সেক্রেটারি সুমাইয়া নাবা।
বিতরণ করা রোগ নির্ণয় যন্ত্রের মধ্যে প্রতিটি মূল হলের জন্য রয়েছে ৭টি হট ওয়াটার ব্যাগ, ৩টি থার্মোমিটার এবং ১টি প্রেশার মাপার মেশিন। এছাড়াও সাব-হলগুলোর মধ্যে সামাদ-১, সামাদ-২ ও আমীর কমপ্লেক্সের প্রতিটিতে ২টি হট ওয়াটার ব্যাগ, ২টি থার্মোমিটার ও ১টি প্রেশার মাপার মেশিন দেওয়া হয়েছে।
এ বিষয়ে সভানেত্রী আমিনা বেগম বলেন, নারী শিক্ষার্থীদের জন্য হলগুলোতে জরুরি স্বাস্থ্যসামগ্রীর পর্যাপ্ত ব্যবস্থা না থাকায়, ছাত্রীদের স্বনির্ভরভাবে তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণে সহায়তা করতেই আমরা রোগ নির্ণয় যন্ত্র উপহার হিসেবে দিয়েছি। ছাত্রীদের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং হলগুলোতে জরুরি স্বাস্থ্যসামগ্রীর ঘাটতি পূরণ করাই আমাদের মূল উদ্দেশ্য।
এ সময় হল প্রভোস্টরা শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রী সংস্থার ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/সুজন