২০১৫ সালের ব্লকবাস্টার ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর ছোট্ট মুন্নিকে নিশ্চয়ই মনে আছে? সেই মিষ্টি, নির্বাক পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন হর্ষালি মালহোত্রা। প্রায় এক দশক পর সেই হর্ষালি এবার দক্ষিণ ভারতীয় সিনেমার হাত ধরে বড়পর্দায় ফিরছেন। জানা গেছে, তিনি তেলুগু সুপারস্টার ৬৫ বছর বয়সি নায়ক নন্দমুরি বালাকৃষ্ণের আসন্ন ছবি ‘অখণ্ড-২’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন। এটি তার তেলুগু ডেবিউ হতে চলেছে এবং খবরটি তার অনুরাগীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। হর্ষালি মালহোত্রা যখন ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সালমানের সঙ্গে অভিনয় করেছিলেন, তখন তার বয়স ছিল মাত্র সাত বছর। তার নিষ্পাপ চাহনি এবং শক্তিশালী অভিনয় দর্শকদের হৃদয়ে গেঁথে গিয়েছিল। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি একাধিক পুরস্কারে মনোনীত হন এবং সমালোচকদের প্রশংসা অর্জন করেন। এরপর তাকে আর বড়পর্দায় দেখা যায়নি। এত বছর ধরে অনুরাগীরা তার প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। অখণ্ড-২ ছবিটি পরিচালনা করছেন পরিচালক বোয়াপাটি শ্রীনু, যিনি প্রথম পর্বটিও পরিচালনা করেছিলেন। হর্ষালি নিজে তা এই প্রত্যাবর্তনের খবর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি লিখেছিলেন, ‘মুন্নি শুধু একটি চরিত্র ছিল না; সে ছিল একটি অনুভূতি, একটি স্মৃতি, একটি হৃৎস্পন্দন... যা আপনার এবং আমার সঙ্গে থেকে গেছে। হর্ষালি এই ছবিতে ‘জনানি’ নামে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন, যা গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে।