যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখা দেশগুলোর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকেই ওয়াশিংটন ও তার মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা দিয়ে আসছে। এসব পদক্ষেপকে অবৈধ ও অকার্যকর বলে সমালোচনা করেছে মস্কো। রাশিয়ার দাবি, এসব চাপ পশ্চিমা দেশগুলোর বিপরীতেই বেশি প্রভাব ফেলছে, রাশিয়া বিকল্প বাজার খুঁজে নিচ্ছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, রিপাবলিকানরা খুব কঠোর নিষেধাজ্ঞা নিয়ে আইন প্রণয়ন করছে। যেসব দেশ রাশিয়ার সঙ্গে ব্যবসা করছে তাদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দেয়া হবে। আমি শুনেছি তারা এটা করছে, এবং এটা আমার কাছেও ঠিক মনে হয়।
তিনি আরও জানান, ইরানকেও এই আইনের আওতায় যুক্ত করার প্রস্তাব তিনি দিয়েছেন।
প্রস্তাবিত আইন অনুযায়ী, রাশিয়া যদি ইউক্রেনের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তি না করে, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করতে পারবেন। বিশেষ করে যেসব দেশ রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়ামসহ অন্যান্য পণ্য কিনে থাকে তাদের ওপর। এই পদক্ষেপের প্রধান লক্ষ্য চীন ও ভারত, যারা রাশিয়ার জ্বালানি বাজারের বড় ভোক্তা।
সূত্র: আরটি
বিডি প্রতিদিন/নাজমুল