আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা গত রাতে পরিবেশ ও বন উপদেষ্টার বাসা ও এনসিপি কার্যালয়ের সামনে ককটেল ও বোমা বিস্ফোরণের পাশাপাশি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আগুন দিয়েছে। এতে থানার সামনে একটি লেগুনা পুড়ে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ছাড়া বাড্ডাসহ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি বাস, অ্যাম্বুলেন্সসহ যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। মামলার রায় কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দুই দিনের ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এর জের ধরে গত শনিবার থেকে গতকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে।
গতকাল রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। ককটেল বিস্ফোরণের বিষয়টি উপদেষ্টা রিজওয়ানা হাসান নিশ্চিত করেছেন। ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।
রাত ৯টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বাংলামোটর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে। ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
গতকাল রাত ১০টার দিকে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রাজধানীর বাড্ডায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল রাত ১০টার দিকে মধ্যবাড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ানবাজার সার্ক ফোয়ারার সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এদিন সকাল ৮টা ৪০ মিনিটে রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওয়াকফ ভবনের সামনেও একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে আবদুল বাসির (৫০) নামে এক পথচারী আহত হন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন এবং সে সময় হেঁটে বাংলামোটরে তার অফিসে যাচ্ছিলেন।
ঢাকার সাভারে এক রাতে ৫ ঘণ্টার ব্যবধানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৩টায় সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে ৫ ঘণ্টার ব্যবধানে আগুন লাগার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত ইতিহাস পরিবহনের বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। গেন্ডা এলাকায় পার্কিং করা বাসের চালক সেলিম জানান, তিনি গাড়ির সামনের দিকে ইঞ্জিন কাভারের ওপর ঘুমিয়ে ছিলেন। হঠাৎ পেছনের দিকের আগুনের তাপে ঘুম ভেঙে গেলে চিৎকার করতে করতে বের হয়ে আসেন এবং পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এ ছাড়া শনিবার রাতে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্লাটফর্মেও একটি ককটেল বিস্ফোরণ ঘটে।
শনিবার গভীর রাতে গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ করে রাখেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পুলিশ জানায়, রাত সাড়ে ৩টার দিকে কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে এবং একটি বাস ক্ষতিগ্রস্ত হয়। ভোর সাড়ে ৪টায় যান চলাচল স্বাভাবিক হয়।
এদিন ময়মনসিংহে মধ্যরাতে কাভার্ডভ্যানে, সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে অগ্নিসংযোগ করা হয়। বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসেও অগ্নিসংযোগ করা হয়। ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভেও আগুন দেওয়া হয়।
এদিকে কুষ্টিয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ট্রাকে আগুন দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার রাত সাড়ে ৩টায় কুষ্টিয়ার আড়ুয়াপাড়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে দুর্বৃত্তরা। সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্স ও একটি বাসেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি।
পাশাপাশি গতকাল ভোর থেকে মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কেও গাছ ফেলে অবরোধ করা হয়। মস্তফাপুর ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ ও কালকিনি উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ডসহ প্রায় আটটি স্থানে সড়কের পাশে থাকা গাছ কেটে এ অবরোধ তৈরি করা হয়। এতে মহাসড়কের উভয় দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ভোরে চট্টগ্রামের সাতকানিয়ায় রেললাইনের ওপর গাছ ফেলে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা। গাছ পড়ে থাকার খবর পেয়ে দ্রুত তা সরিয়ে নেন রেলের নিরাপত্তাকর্মীরা। শনিবার রাত সাড়ে ১২টায় ময়মনসিংহের আকুয়া বাইপাস সড়কের পাশে পার্ক করে রাখা একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। একই সময়ে গাজীপুরের শ্রীপুরের গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় দুটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। গতকাল ভোর ৪টায় লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া এদিন ভোরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এর আগে শনিবার রাতে নোয়াখালীর মাইজদী শহরের উত্তর সোনাপুরের জেলা পরিষদের সামনে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। গাজীপুর থেকে পুলিশ জানিয়েছে, টঙ্গীতে তারা পেট্রোলবোমাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে।
সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানিয়েছে, শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কেন্দ্র করে দেশের কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বিজিবি সদর দপ্তরের এক বার্তায় বলা হয়, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি দায়িত্ব পালন করছে।