ভারতের রাজস্থানের যোধপুরে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। বিয়ের আশায় কুসংস্কারে আচ্ছন্ন চার খালা ১৭ দিনের এক নবজাতককে নরবলি হিসেবে হত্যা করেছেন। দীর্ঘদিন ধরে বিয়ে না হওয়ায় তারা বিশ্বাস করতেন, বলি দিলে তাদের বিয়ের সম্ভাবনা তৈরি হবে। সেই অন্ধবিশ্বাস থেকেই তারা শিশুটিকে পা দিয়ে পিষে হত্যা করেন।
ঘটনার একটি ভিডিও স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, এক নারী শিশুটিকে কোলে নিয়ে মন্ত্রপাঠ করছেন এবং পাশে থাকা আরও কয়েকজন নারী সেই মন্ত্রে সায় দিচ্ছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তারা লোক দেবতা ভৈরবের উদ্দেশ্যে মন্ত্রোচ্চারণ করছিলেন।
নিহত শিশুটির বাবা জানান, হত্যাকারীরা তার শ্যালিকা। তিনি বলেন, ‘তারা দীর্ঘদিন ধরে বিয়ে করতে চেয়েছিল। মনে করেছিল আমার ছেলেকে বলি দিলে তাদের বিয়ের বিষয়ে সুফল মিলবে।’ তিনি চারজনের কঠোর শাস্তি দাবি করেছেন।
স্থানীয় পুলিশ ঘটনাটিকে ‘ধর্মীয় বিশ্বাসে বলিদান’ বা রিচুয়ালিস্টিক মার্ডার হিসেবে আখ্যা দিয়েছে। চার অভিযুক্তই গ্রেপ্তার হয়েছে এবং তদন্ত চলছে। এই নির্মম ঘটনায় সমাজে কুসংস্কার, ধর্মীয় অন্ধবিশ্বাস ও বিভ্রান্তির বিপদ আবারও সামনে এসেছে।
সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি প্রতিদিন/আশিক