সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা মার্কিনিদের উদ্দেশে তির্যক মন্তব্য ছুড়ে বলেছেন, ‘আপনারা শুধু শুধু আমাকে প্রেসিডেন্ট পদে লড়তে উৎসাহিত করবেন না। মিথ্যার বেসাতি করে আমাকে অযথা উসকে দেবেন না। কারণ আপনারা নারী প্রেসিডেন্ট বানানোর জন্য প্রস্তুত নন, সেই মানসিকতা এখনো গড়ে ওঠেনি। তাই অযথা আমার সময় নষ্ট করবেন না।’
গত ৫ নভেম্বর নিউইয়র্কে ‘ব্রুকলিন একাডেমি অব মিউজিক’-এর মিলনায়তনে অভিনেত্রী ট্র্যাস ইলিস রোসের সঞ্চালনায় মিশেলের নয়া গ্রন্থ ‘দ্য লুক’-এর ওপর মুক্ত আলোচনাকালে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী সম্পর্কে মতামত ব্যক্ত করে উপরোক্ত মন্তব্য করেন তিনি। এরপর ১৪ নভেম্বর তা নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন মিশেল ওবামা।
উল্লেখ্য, অনেকে মাঝেমধ্যেই মিশেলকে সামনের ২০২৮ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হওয়ার আহ্বান জানাচ্ছেন।