হরমুজ প্রণালি অতিক্রমের সময় মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেলবাহী জাহাজ তালারা জব্দ করেছে ইরানি বাহিনী। শুক্রবার এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আজমান বন্দর থেকে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল।
মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানি বাহিনী জোরপূর্বক জাহাজটিকে ইরানের আঞ্চলিক জলসীমায় ঢুকতে বাধ্য করে। ঘটনার সময় কয়েক ঘণ্টা ধরে মার্কিন নৌবাহিনীর এমকিউ-৪সি ট্রাইটন ড্রোন এলাকাটিতে নজরদারি চালিয়েছে বলে ফ্লাইট-ট্র্যাকিং তথ্য থেকে জানা গেছে।
প্রাইভেট নিরাপত্তা সংস্থা অ্যামব্রের রিপোর্টে বলা হয়, তিনটি ছোট নৌকা তালারার দিকে অগ্রসর হয়ে আক্রমণের মাধ্যমে জাহাজটির গতি থামিয়ে দেয়। যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, রাষ্ট্রীয় তৎপরতার কারণে জাহাজটিকে ইরানের জলসীমায় প্রবেশে বাধ্য করা হয়েছে।
এদিকে, সাইপ্রাসভিত্তিক ম্যানেজিং কোম্পানি কলম্বিয়া শিপম্যানেজমেন্ট জানিয়েছে, তারা জাহাজটির সঙ্গে যোগাযোগ হারিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে এবং ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
মার্কিন নৌবাহিনী এর আগে বেশ কয়েকটি হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছিল—২০১৯ সালে লিম্পেট মাইন বিস্ফোরণ এবং ২০২১ সালে ইসরায়েলি মালিকানাধীন তেল ট্যাংকারে প্রাণঘাতী ড্রোন হামলার অভিযোগ তার মধ্যে উল্লেখযোগ্য। নতুন এ ঘটনার পর ওয়াশিংটন-তেহরান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র : আরব নিউজ।
বিডি-প্রতিদিন/শআ