ঢাকার ধামরাইয়ে বাসচাপায় জামিল (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হয়েছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বারবাড়িয়া এলাকায় মানিকগঞ্জগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামিল মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়নের ছোট রাতাহিরচর এলাকার বাসিন্দা। আহতরা হলেন- ছোট রাতাহিরচর এলাকার উসামা (২৪) ও একই ইউনিয়নের বারাহি ঘোনাপাড়া এলাকার আসিফ (১৮)।
হাইওয়ে পুলিশ জানায়, সন্ধ্যার দিকে একটি মোটরসাইকেলে তিনজন মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন। তারা ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে আসা যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জামিলের মৃত্যু হয়। এ ছাড়া মোটরসাইকেল থাকা আরো দুই আরোহী আহত হন। পরে পথচারীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।
গোলড়া হাইওয়ে থানার ওসি দেওয়ান মোহাম্মদ কৌশিক জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া আহত দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে ঘাতক বাসটি আটক করা হলেও চালক এবং সহকারী পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/মাইনুল