ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী বলেছেন, একটি ইসলামী দল ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের কাছে ভোট চাচ্ছে। তারা ধর্মের নামে এবং ভোটের মাঠে জান্নাতের টিকিট বিক্রি করছে। এসব করে তারা ভোটের বৈতরণী পার হতে চায়। তারা ইসলামকে পুঁজি করে রাজনীতি করছে, যা কোনোভাবেই হতে পারে না।
শুক্রবার যাত্রাবাড়ী থানার ৬৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
আগামী নির্বাচনে ধানের শীষকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে উঠান বৈঠকে নবীউল্লাহ নবী বলেন, বিএনপি একটি গণমানুষের দল। আমরা চেষ্টা করছি নতুন করে বাংলাদেশকে জাগিয়ে তোলার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার।
উঠান বৈঠক শেষে নবীউল্লাহ নবী একই এলাকায় ব্যাপক গণসংযোগ ও বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ