ছন্দে ফিরেছেন পাকিস্তানের ওপেনার বাবর আজম। দীর্ঘ ৮০৭ দিন পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন এই তারকা ব্যাটার। রাওয়ালপিন্ডিতে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তার অপরাজিত ১০২ রান পাকিস্তানকে ৮ উইকেটের জয় এনে দিয়েছে। দলের লক্ষ্য ছিল ২৮৯। সেটা পাকিস্তান ৪৮.২ ওভারেই ছুঁয়ে ফেলে।
আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ে ৮৪ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেলেন বাবর আজম। এর আগে তার শেষ সেঞ্চুরি ছিল ২০২৩ সালের ৩০ আগস্ট নেপালের বিপক্ষে এশিয়া কাপে। এরপর তিনি ২০ বার পঞ্চাশের বেশি রান করেন। কিন্তু তিন অঙ্কে যেতে পারছিলেন না। অবশেষে এই ম্যাচে তিনি মুক্তির স্বাদ পেলেন।
এই সেঞ্চুরি বাবরের ওয়ানডে ক্যারিয়ারের ২০তম। এর মাধ্যমে তিনি পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সাঈদ আনোয়ারের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসালেন। তিনি মাত্র ১৩৬ ইনিংসে ২০ সেঞ্চুরি পূরণ করেন।
এই মাইলফলকে তার আগে আছেন শুধু হাশিম আমলা (১০৮ ইনিংস) এবং বিরাট কোহলি (১৩৩ ইনিংস)। এটি ঘরের মাঠে বাবরের অষ্টম সেঞ্চুরি। এই দিক থেকেও তিনি পাকিস্তানের সবার ওপরে, যেখানে আগে ছিলেন মোহাম্মদ ইউসুফ (৭)। বাবর ব্যাটিংয়ে নামেন যখন ওপেনার সাইম আইয়ুব ও ফখর জামান ৭৭ রানের জুটি গড়ে দলকে ভালো শুরু এনে দেন। সাইমের বিদায়ের পর উইকেটে আসা বাবর শুরুতে সতর্ক ছিলেন।
২৩ বল পর তিনি প্রথম বাউন্ডারির দেখা পান। তিনি ৬৮ বলে হাফ সেঞ্চুরি করেন। ফখর জামানের সঙ্গে ১২৭ বলে ১০০ রানের জুটি গড়েন। ফখর করেন ৭৮ রান। এরপর মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে আরও একটি বড় জুটি গড়েন বাবর। এই জুটি ছিল অপরাজিত ১১২ রানের। রিজওয়ান করেন ৫৪ বলে ৫১। বাবর ১১৫ বলে সেঞ্চুরি স্পর্শ করেন। এই বড় জুটির ওপর ভর করেই পাকিস্তান তিন ম্যাচ সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে যায়। সিরিজের শেষ ম্যাচ ১৬ নভেম্বর একই মাঠে হবে।
বিডি প্রতিদিন/নাজিম