যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রখ্যাত মার্কিন ফুটবল কোচ জন বিমকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এর আগের দিন বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে লেনি কলেজ ক্যাম্পাসে তাকে গুলি করা হয়। সেখানকার পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। খরব এবিসি নিউজের।
জন বিমকে নেটফ্লিক্সের 'লাস্ট চান্স ইউ' সিরিজে দেখানো হয়েছিল। তিনি যুক্তরাষ্ট্রে এক কিংবদন্তী কোচ হিসেবে পরিচিত। ৪০ বছরেরও বেশি সময় ফুটবল কোচিং করার পর গত বছর থেকে তিনি কলেজের অ্যাথলেটিক ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
যখন তাকে গুলি করা হয়, তিনি লেনি ফিল্ডহাউসে ছিলেন। দুপুরের একটু আগে এই ঘটনা ঘটে। গুলি করার পর হামলাকারী স্থান থেকে পালিয়ে যায়।
ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে সেখানকার পুলিশ। এরপর শুক্রবার ভোর ৩টা ১৫ মিনিটের দিকে বে এরিয়া র্যাপিড ট্রানজিট স্টেশনে সন্দেহভাজনকে দেখে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম সেড্রিক আরভিং। তার বয়স ২৭।
পুলিশ জানায়, তিনি কোচ বিমকে চিনতেন। তবে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। গ্রেফতার হওয়া আরভিং ওই হাইস্কুল ফুটবল খেলেছিলেন। কিন্তু কখনো বিমের দলে খেলেননি।
আরভিং লেনি লেনি কলেজের ছাত্রও নন। সেখানে চাকরিও করেন না। তবে তিনি কোনো নির্দিষ্ট কারণে ক্যাম্পাসে গিয়েছিলেন এবং মাঝে মাঝে ক্যাম্পাসের আশেপাশে ঘোরাফেরা করতেন। তার হাতে যে বন্দুক পাওয়া গেছে, তা ঘটনাস্থলে পাওয়া গুলির খোসা ও বুলেটের ক্যালিবারের সঙ্গে মিলে গেছে।
গুলিবিদ্ধ হওয়ার পর জন বিমকে হাসপাতালে নেওয়া হয় এবং তিনি সংকটজনক অবস্থায় ছিলেন। শুক্রবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
ওকল্যান্ডের মেয়র বারবারা লি বলেন, কোচ জন বিম আমাদের শহরের বিশাল এক ব্যক্তিত্ব ছিলেন। তিনি হাজারো তরুণকে পথ দেখিয়েছেন।
বিডি প্রতিদিন/কেএ