ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিদেশিদের প্রেসক্রিপশনে এই বাংলাদেশের মানুষ চলতে চায় না, এদেশের স্বাধীনতার ৫৩ বছর অতিক্রমের পরেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এদেশের মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায়, তাই জুলাই সনদের বাস্তবায়নের মধ্যে দিয়েই আগামীর জাতীয় নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনেও হাতপাখার প্রার্থীদের বিজয় করে ক্ষমতায় নেওয়ার আহবান জানান তিনি।
শুক্রবার বিকেলে দলটির জেলা শাখার আয়োজনে লক্ষ্মীপুর লিল্লাহ মসজিদ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বিগত দিনে আপনারা দেখেছেন আয়না ঘর, টাকা পাচার, চাঁদাবাজি। জুলাই ২৪ এর পর এখন বাংলাদেশ গঠনের সময়। তাই কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চায় না ইসলামী আন্দোলন। আমরা বারবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টির শাসন দেখেছি, নতুনভাবে পুরান বৌ আর নতুন শাড়িতে আমাদের সামনে প্রদশর্নের প্রয়োজন নেই। জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় নির্বাচন অবৈধ হবে। তাই আগে গণভোট পরে জাতীয় নির্বাচন দিতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব অনারারী ক্যাপ্টেন (অব.) মুহা. ইব্রাহিম এর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি মাও. ইউসুফ আল মাহমুদ এর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাও. ইমতিয়াজ আলম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক আ হ ম আলাউদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এসিসট্যান্ট সেক্রেটারি ইমরান হোসাইন নুর, জেলা সহ-সভাপতি মাও. দেলাওয়ার হোসাইন, মাও. মহিউদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন লক্ষ্মীপুর জেলার সভাপতি ডা. নাছির আহমেদ, যুব আন্দোলন জেলা সভাপতি মাও. মোখলেসুর রহমান, ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহা. ইউনুস খাঁন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল