ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শেষ-৩২ থেকেই বিদায় নিল আর্জেন্টিনা। টাইব্রেকারে মেক্সিকোর কাছে হেরে আগেভাগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে লিওনেল মেসি-এমিলিয়ানো মার্টিনেজদের উত্তরসূরীরা।
কাতারের এস্পায়ার জোনে শুক্রবার রাতে রাউন্ড অব ৩২-র ম্যাচে আর্জেন্টিনাকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারায় মেক্সিকো। এর আগে মূল ম্যাচে ছিল দুই দলের ২-২ গোলে সমতা। অথচ প্রথম রাউন্ডে সবকটি ম্যাচ জিতে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের পর্বের টিকেট পেয়েছিল আর্জেন্টিনা। বিপরীতে ‘এফ’ গ্রুপে মাত্র এক ম্যাচ জিতে তৃতীয় হয়ে কোনো রকমে দ্বিতীয় রাউন্ডে ওঠে মেক্সিকো।
রাউন্ড অব ৩২-র ম্যাচে আর্জেন্টিনা ছিল পরিষ্কার ফেবারিট। ম্যাচের দশম মিনিটে রামিরো তুলিয়ানের বাকানো শটে লিড নিয়ে নিজেদের দাপটের জানান দেয় সাদা-আকাশী নীল জার্সিধারীরা। প্রথমার্ধে আর গোল হয়নি।
বিরতির পর ফিরে ৫০ সেকেন্ডের ভেতরে মেক্সিকোকে সমতায় ফেরান লুইস গাম্বোয়া। ১২ মিনিট পর আরেকবার আর্জেন্টিনার জাল কাঁপিয়ে মেক্সিকোকে এগিয়ে দেন গাম্বোয়া। মনে হচ্ছিল, ২-১ গোলে জিতে যাবে মেক্সিকো। তবে ৮৮ মিনিটে উড়ে আসা এক ক্রস বুঝতে ভুল করেন মেক্সিকো গোলকিপার সান্তিয়াগো লোপেজ। ফাঁকায় পেয়ে সহজ হেডে আর্জেন্টিনাকে ম্যাচে ফেরান ফার্নান্দো ক্লস্টার।
বাকি সময়ে আর গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। মূল ম্যাচের শেষ দিকের ভুলের প্রায়শ্চিত্ত আর্জেন্টিনার প্রথম শটেই করেন লোপেজ। গাস্তন বুহিয়েরের শট ঠেকিয়ে দেন মেক্সিকো গোলকিপার। পরের ৪ শট থেকেই জালের দেখা পায় আর্জেন্টিনা। তবে টানা পাঁচ শটে গোল করে ম্যাচ জিতে নেয় মেক্সিকো। জয়সূচক পেনাল্টি শটটি নেন দলের গোলরক্ষক লোপেজ।
এই ম্যাচসহ বিশ্বকাপে রাউন্ড অব ৩২-এ শুক্রবারের ৮ ম্যাচের মধ্যে ৪টিতেই খেলা গড়ায় টাইব্রেকারে। অন্য তিন ম্যাচে কানাডাকে রিপাবলিক অব আয়ারল্যান্ড, প্যারাগুয়েকে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রকে হারায় মরক্কো। এছাড়া দিনের অন্য চার ম্যাচে জাম্বিয়াকে মালি, বেলজিয়ামকে পর্তুগাল, মিশরকে সুইজারল্যান্ড ও কলম্বিয়াকে হারিয়ে ফ্রান্স পায় শেষ ষোলোর টিকেট।
বিডি প্রতিদিন/নাজিম