কলকাতার জনপ্রিয় টিভি শো ‘দিদি নাম্বার ১’ মানেই টালিউড অভিনেত্রী রচনা ব্যানার্জী। এক যুগের বেশি সময় ধরে ছোটপর্দার দর্শকদের প্রিয় গেম শো এটি। এত দীর্ঘ সময় ধরে চললেও, দর্শক মনে একটুও ফিকে হয়নি জি বাংলার এই নন-ফিকশন শো। সাধারণ মানুষ তো বটেই, বিভিন্ন পর্বে তারকারা এসে নজর কাড়েন সকলের।
অনুষ্ঠানে রচনা ব্যানার্জীর সাবলীল ও মন্ত্রমুগ্ধকর উপস্থাপনা ঘিরে দর্শক আগ্রহ তুঙ্গে। অথচ ব্যস্ততার কারণে এবার জনপ্রিয় এ টিভি শোতে বিরতি টানছেন তিনি। টিভি শো’টির নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই চমকে গেলেন অনুরাগীরা।
জি বাংলার ‘ফ্লোর ডিরেক্টর’ রাজীব বন্দ্যোপাধ্যায় জানালেন, সিদ্ধান্তটি নেওয়া হয়েছে রচনার সঙ্গে আলোচনা করেই। চ্যানেলও একই মত দিয়েছে। রচনার জায়গায় সঞ্চালকের ভূমিকায় হাজির হবেন ‘মীরাক্কেল’খ্যাত মীর আফসার আলি! স্বাভাবিকভাবেই উঠল প্রশ্ন, হঠাৎ এই বদল কেন?
এ প্রসঙ্গে রাজীব জানান, মাত্র তিনটি পর্বে দেখা যাবে মীরকে। এরপরই আবার সঞ্চালনায় ফিরবেন রচনা। তবে তিনি এখন কোথায়—সেটাই ভাবছেন অনুরাগীরা। ঘনিষ্ঠ সূত্রের খবর, অভিনেত্রী নাকি বিদেশে রয়েছেন। সেই কারণেই অস্থায়ী এই পরিবর্তন।
বিডি প্রতিদিন/কামাল