দেশের উত্তারাঞ্চলের জনপদ দিনাজপুরে এতিম শিশুদের শিক্ষার সুযোগ সীমিত। অনেকে পড়ার সুযোগ পেলেও, প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে।
এমন পরিস্থিতিতে শিক্ষার প্রসারে এগিয়ে এসেছে ‘বসুন্ধরা শুভসংঘ’ সংগঠন। শুক্রবার (১৪ নভেম্বর) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ১ নম্বর এলুয়াড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত পানিকাটা দরগাবাড়ি হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় সংগঠনটির পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ফুলবাড়ী বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এসব উপকরণ তুলে দেওয়া হয়।
এতে হাফিজিয়া এতিমখানার শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতারাম হাফেজ মাওলানা মো. ইব্রাহিম শাহ।
উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. সোহেল রানা, যুগ্ম সাধারন সম্পাদক আল-আমিন, সদস্য সোহাগসহ অনান্য সদস্যরা। এসময় শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেন্সিলসহ নানা শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। উপহার পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন।
অনুষ্ঠানের সভাপতি মাদ্রাসার মুহতারাম হাফেজ মাওলানা মো. ইব্রাহিম শাহ বলেন, এই মাদ্রাসা উপজেলা দেশের সবচেয়ে দরিদ্র এলাকায় পড়েছে। এখানকার শিশুরা শিক্ষা উপকরণ না পেয় পড়াশোনা করতে পারছিলেন না। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, আরও অনেক সংগঠন এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করবে।
শিক্ষকরা জানান, এতিমখানার শিশুরা নানা প্রতিকূলতার মধ্যেও শিক্ষার আলো ছড়াতে চায়। এই শিক্ষাসামগ্রী তাদের আত্মবিশ্বাস ও প্রেরণা জোগাবে।
বসুন্ধরা শুভসংঘের এই মানবিক পদক্ষেপ ফুলবাড়ী উপজেলায় সামাজিক সচেতনতা ও শিক্ষা বিস্তারে নতুন উদাহরণ তৈরি করেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে এবং ফুলবাড়ীর আরও বেশি শিশু শিক্ষার আলোয় আলোকিত হবে।
অনুষ্ঠানের শেষে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/কামাল