বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ভোলার চরফ্যাশনে ১৫ নারীকে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে অফিসার্স ক্লাবে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের সভাপতি এম আমির হোসেন, সঞ্চালনায় ছিলেন কালের কণ্ঠ প্রতিনিধি কামরুল সিকদার। প্রধান অতিথি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল মিয়াসহ অন্যরা এ সময় বক্তব্য দেন।
বক্তারা বলেন, বসুন্ধরা শুভসংঘ প্রত্যন্ত অঞ্চলের মানুষকে স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে। এর আগে রমজান মাসে ইফতারি, মাদক নির্মূলে স্কুল-কলেজে সেমিনার, শিক্ষার্থীদের কলেজ ভর্তি করতে নগদ অর্থ সহযোগিতা করে মানবতার কল্যাণে ভূমিকা রেখে চলেছে।
এ সময় সাবেক কাউন্সিলার ও যুবনেতা জাহিদুল ইসলাম রাসেল, বসুন্ধরা শুভসংঘ কমিটির উপদেষ্টা ও চরফ্যাশন মহিলা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু, চরফ্যাশন প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামাল গোলদার, বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা কমিটির সভাপতি মো. শাফায়াত হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সেলাই মেশিন উপহার পেয়ে নাহিদা বলেন, অসচ্ছলতা থেকে সচ্ছলতায় ফিরতে বসুন্ধরা গ্রুপের এ অবদানের জন্য ধন্যবাদ জানাচ্ছি। শারমিন বেগম বলেন, এখন থেকে সেলাই মেশিন দিয়ে বাড়তি আয় করে স্বামীকে সহযোগিতা করতে পারব।
বিডি-প্রতিদিন/এমই