নানা আয়োজনে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৮তম জন্মদিন উদযাপন করেছে ময়মনসিংহের গৌরীপুর বসুন্ধরা শুভসংঘ। এ উপলক্ষ্যে কেককাটা, আলোচনা সভা ও র্যালি করা হয়। বৃহস্পতিবার পৌরশহরের কালীখলা এলাকায় স্বজন হলরুমে কেককাটা শেষে র্যালিটি বের হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, গৌরীপুর উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি শংকর ঘোষ পিলু। বক্তব্য রাখেন শুভসংঘের সাধারণ সম্পাদক মো. হারুন মিয়া, শুভসংঘের উপদেষ্টা ফারুক আহাম্মদ, কার্যনির্বাহী সদস্য ওবায়দুর রহমান, রাকিবুল ইসলাম রাকিব, সাংবাদিক রইছ উদ্দিন, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী সম্পাদক আমিরুল মোমেমিন।
শংকর ঘোষ পিলু বলেন, হুমায়ুন আহমেদ তার পাঠকদের মাঝেই জীবিত থাকবেন। এদেশের অনেক মানুষ তার বইয়ের মাধ্যমেই পাঠক হয়েছেন। এমন সাহিত্যিকের জীবনবৃত্তান্ত ও স্মৃতিচারণ করতে পেরে আমরা গর্বিত।
হারুন মিয়া বলেন, হুমায়ুন আহমেদ গৌরীপুর জংশনকে কেন্দ্র করে একটি উপন্যাসও লিখেছেন, যেখানে তিনি তৎকালীন গৌরীপুর জংশনের বাস্তবতা তুলে ধরেছেন। হুমায়ুন আহমেদ-এর লেখা বই 'গৌরীপুর জংশন' এর কারণে এই স্টেশন সারাদেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে।
আলোচনা সভায় সাংবাদিক আব্দুর রউফ দুদু, মাহফুজুর রহমান, তৌহিদুল আমিন তুহিন, মোস্তাফিজুর রহমান বোরহানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই