বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি নাফিউল হাসান মুবিন।
সঞ্চালনা করেন আনন্দ মোহন কলেজ শাখার শিক্ষার্থী উপদেষ্টা হাফিজা আক্তার অনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার উপদেষ্টা জিয়াউল হক মোহাম্মদ জুয়েল, শুভসংঘ জেলা শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠ ময়মনসিংহ এর নিজস্ব প্রতিবেদক নিয়ামুল কবির সজল।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার উপদেষ্টা মোস্তাফিজুর রহমান নোমান, কাউছার আহমেদ, মো. আসাদুজ্জামান সুমন, নিজাম উদ্দীন সৌরভ, কিফায়াত আজাদ অর্পা।
এসময় বক্তারা বলেন, অনলাইন জুয়া বর্তমানে তরুণ প্রজন্মের জন্য এক নীরব মহামারিতে পরিণত হয়েছে। এটি শুধু ব্যক্তিজীবন নয়, পরিবার ও সমাজের বন্ধনকেও ভেঙে দিচ্ছে। সবাইকে এ আসক্তি থেকে দূরে থাকতে ও অন্যদের সচেতন করতে হবে।
কর্মসূচিতে অনলাইন জুয়া বন্ধে সচেতনতা লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে বলা হয়, অনলাইন জুয়া অবৈধ, সময় ও অর্থের অপচয় ঘটায় এবং পরিবারে ভাঙন সৃষ্টি করে।
এছাড়াও নবগঠিত কমিটির সহ-সভাপতি জিহাদ হাসান, পূজা চক্রবর্তী লাবণ্য, আহমেদ সোহান, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইয়াকুব হোসেন মারুফ, আনিকা নাওয়ার, দ্বীপ চন্দ্র পাল, আতিকুর রহমান সৌরভ, সাংগঠনিক সম্পাদক আনিমুর রহমান রিয়াদ, সহ-সাংগঠনিক সম্পাদক নাবিলা আক্তার ও মাহাবুবুল আলম উদয়, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আল শাহারিয়া বিবেক, প্রচার সম্পাদক আনিতুর রহমান সাদি, কর্ম ও পরিকল্পনা সম্পাদক মোহাম্মদ হাসান, ক্রিয়া সম্পাদক মো. সজিব হাসান, ইভেন্ট সম্পাদক মেহেবুবা জেরি, এবং কার্যকরী সদস্য রুদ্র রায়, রবিউল ইসলামসহ অনেকে অংশ নেন।
অনুষ্ঠান শেষে জেলা সভাপতি নাফিউল হাসান মুবিন বলেন, আমরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই, তবে একটি সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব।
বিডি প্রতিদিন/কামাল