বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ জানলো ২০০ শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে শেখ আব্দুল ওহাব মডেল কলেজে ফ্রি ক্যাম্পেইনের আওতায় এই কর্মসূচি পালন করা হয়।
অভয়নগর ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই কার্যক্রমে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সভাপতি সৈয়দ সোহায়েব ইমতিয়াজ ইয়াদ। প্রধান অতিথি ছিলেন শেখ আব্দুল ওহাব মডেল কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠ অভয়নগর উপজেলা প্রতিনিধি সৈয়দ জাহিদ মাসুদ তাজ, নওয়াপাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সহ-সভাপতি আজগর আলী বিশ্বাস, কোষাধ্যক্ষ আকিব হোসেন গালিব, ক্রীড়া সম্পাদক আশিকুজ্জামান, সদস্য জামসেদ আলম, মাহদী শাওন, আসজ্জাদ ইসনাদ, মাসুদ উৎস প্রমুখ।
প্রধান অতিথি অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম বলেন, রক্তের গ্রুপ নির্ণয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত হচ্ছে। তাই বসুন্ধরা শুভসংঘের এমন মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের সচেতনতার পাশাপাশি ভবিষ্যতে রক্তদানে উৎসাহীত করবে।
এমন কর্মসূচিতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী সাদিয়া খাতুন বলেন, আমার রক্তের গ্রুপ কি তা আমার জানা ছিল না। গ্রুপ নির্ণয়ের মাধ্যমে তা আজ জানতে পেরেছি। এ জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ।
দ্বাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র শান্ত দাস বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে এমন আয়োজন করার জন্য বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞ। তাদের কারণে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় সম্ভব হয়েছে।
একাদশ শ্রেণির ছাত্র রাতুল আকুঞ্জি বলেন, রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে যে কোন মুমূর্ষু রোগীর জন্য রক্ত দিতে আমি প্রস্তুত রয়েছি। এ জন্য বসুন্ধরা শুভসংঘ ও অভয়নগর ব্লাড ব্যাংকের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি।
সার্বিক বিষয়ে বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সভাপতি সৈয়দ সোহায়েব ইমতিয়াজ ইয়াদ বলেন, কলেজ শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন ও রক্তদানে উৎসাহিত করতে উপজেলার সকল কলেজে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
দেশ ও মানবকল্যাণে শুভসংঘের সদস্যরা তাদের কাজ চালিয়ে যেতে বদ্ধপরিকর।
বিডি প্রতিদিন/কামাল