তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে। এখন থেকে বিটিভি হবে সবার—সব দলের ও সব মানুষের।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতায় বিজয়ী শিশুশিল্পীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বিটিভির সংস্কার প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, “বিটিভি যাতে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের প্রতিনিধিত্ব করতে পারে, সেজন্য এটিকে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে। বিটিভি কোনো দলের বা রাজনৈতিক শক্তির হাতিয়ার হবে না—এটাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “বিটিভিতে নতুন করে বিভিন্ন বয়স ও পটভূমির প্রতিযোগীদের নিয়ে রিয়েলিটি শো ও নতুন অনুষ্ঠান চালু করা হচ্ছে। আশা করছি, এসব অনুষ্ঠান ধারাবাহিকভাবে চালু থাকবে।”
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে উপদেষ্টা বলেন, “নতুন কুঁড়িদের প্রতিভা, নিষ্ঠা ও উদ্ভাবনী শক্তি আমাদের অনুপ্রাণিত করে। ‘নতুন কুঁড়ি’ শুধু সাংস্কৃতিক প্রতিযোগিতা নয়, এটি নতুন প্রজন্মের জন্য নতুন বাংলাদেশের এক দিগন্ত। বিজয়ী শিশুরাই আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নেবে।”
অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা, সচিব, সরকারি কর্মকর্তা, প্রতিযোগিতার বিজয়ী শিশুশিল্পী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সুজন