জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী আজ সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে এ মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। প্রথম দিনে চার মনোনয়ন প্রত্যাশী স্বতন্ত্র প্রার্থী সংগ্রহ করেছেন মনোনয়নপত্র।
বৃহস্পতিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচে জকসুর অস্থায়ী নির্বাচন অফিস থেকে এ তথ্য জানানো হয়।
আগামী ১৬ ও ১৭ নভেম্বর এ দুইদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জকসু'র অস্থায়ী কার্যালয় (শহিদ সাজিদ ভবনের নিচতলায় পুরাতন আইসিকিউ কক্ষ) থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলবে।
সরজমিন ঘুরে দেখা যায়, জকসুর নির্বাচন অফিসে প্রথম দিনে মনোনয়ন প্রত্যাশী কোনো ছাত্র সংসদ বা সাধারণ শিক্ষার্থীদের ভিড় নেই। নির্বাচন কমিশনারের প্রত্যাশা তুলনায় আজ সাড়া মেলেনি মনোনয়ন ফরম সংগ্রহে। পুরো দিনে চারটি মাত্র মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
এদিকে জকসু নির্বাচন কমিশনারের এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্রের ফি ৩০০ টাকা ও হল সংসদের জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের প্রার্থীরা নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিবেন।
এর আগে গত ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর ভোটার তালিকা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হয়। এছাড়া আজ ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে। আর আগামীকাল ১৩ নভেম্বর ও ১৬, ১৭ নভেম্বর চলবে মনোনয়নপত্র বিতরণ, ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
এছাড়া ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ও ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ৪ ডিসেম্বর, ৭ ডিসেম্বর ও ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এদিকে প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। এরপর ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা করবেন আর ২২ ডিসেম্বর ভোটগ্রহণ হবে।
তফসিল অনুযায়ী অনুযায়ী নির্বাচনের দিনেই ভোট গণনা ও ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা হবে।
বিডি প্রতিদিন/আরাফাত