জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর চূড়ান্ত ভোটার তালিকা শিক্ষার্থীদের ছবি সহ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার দিবাগত রাতে জকসুর কেন্দ্রীয় ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ৩৮টি বিভাগ ও ২ ইন্সটিটিউটে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৭০১ জন। প্রকাশিত ভোটার তালিকার মধ্যে দেখা যায়, সর্বোচ্চ ভোটার ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে এবং সর্বনিম্ন ভোটার সংখ্যা রয়েছে ভাস্কর্য বিভাগে।
প্রকাশিত তালিকায় দেখা যায়, ভোটার তালিকা অনুযায়ী কলা অনুষদের বাংলা বিভাগে ৪৭৯ জন, ইংরেজি বিভাগে ৪৯২ জন, ইতিহাস বিভাগে ৪৮৬ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৪৭১ জন, ইসলামিক স্টাডিজ বিভাগে ৪৩৮ জন, দর্শন বিভাগে ৪৪৪ জন, সংগীত বিভাগে ২৩৮ জন, নাট্যকলা বিভাগে ১৯১ জন।
ব্যবসায় শিক্ষা অনুষদের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগেন ৯৬৫ জন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ৯৭৩ জন, ফিন্যান্স বিভাগে ৬১৬ জন, মার্কেটিং বিভাগে ৬০২ জন।
প্রকাশিত তালিকায় আরও দেখা যায়, বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগে ৫৩৪ জন, গনিত বিভাগের ৫২৬ জন, পদার্থবিজ্ঞান বিভাগে ৪২৫ জন, পরিসংখ্যান বিভাগে ৫০৫ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩৬৮ জন।
সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগে ৪৪৮ জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৪৬৮ জন, সমাজবিজ্ঞান বিভাগে ৪৭৩ জন, সমাজকর্ম বিভাগে ৫১৯ জন, নৃবিজ্ঞান বিভাগে ৪৩৩ জন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ৫২৬ জন, লোক প্রশাসন বিভাগে ৪৬৩ জন, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে ১৬৯ জন।
আইন অনুষদের আইন বিভাগে ৫২৬ জন, আইন ও ভূমি প্রশাসন বিভাগে ৪১২ জন। লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ৪৪৮ জন, ভূগোল ও পরিবেশ বিভাগে ৪১৬ জন, মনোবিজ্ঞান বিভাগে ৪০৬ জন, প্রাণিবিদ্যা বিভাগে ২৯২ জন, অণুজীব বিজ্ঞান ২৮০ বিভাগে জন, ফার্মেসী বিভাগে ২৬৫ জন, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে ২১৫ জন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগে ১৫৩ জন।
চারুকলা অনুষদের ড্রয়িং এন্ড পেইন্টিং ১১৯ বিভাগে জন, প্রিন্ট মেকিং বিভাগে ৯৬ জন, ভাস্কর্য বিভাগে ৭৫ জন। এছাড়া শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ৩৩৩ জন এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটে ২১৩ জন ভোটার রয়েছে।
ভোটার তালিকার বিষয়ে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা শিক্ষার্থীদের ছবি সহ প্রকাশ করা হয়েছে। আশাকরি শিক্ষার্থীদের সর্বশেষ তথ্য থেকে খসড়া ভোটার তালিকা যাচাই-বাছাই করে এটি চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার ২০ বছর পর প্রথমবারের মত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/নাজিম