বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, সরাসরি জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের নিকট পৌঁছে দিতে হবে।
বৃহস্পতিবার শার্শার বাগআঁচড়া গ্রামে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে তিনি ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
মফিকুল হাসান তৃপ্তি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি আসলে ফেব্রুয়ারি নির্বাচন বানচাল ও অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত করার একটি সমন্বিত চক্রান্ত।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রামীণ জীবন এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বই আমাদের পথপ্রদর্শক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের কাছে আমাদের অঙ্গীকার পৌঁছে দিতে হবে।
বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীর ক্ষমতায়নে তারেক রহমান ৩১ দফা প্রণয়নে গুরুত্ব আরোপ করেছেন। নারীদের পিছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় গেলে স্বল্প ঋণে নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে, বেশি বেশি নারীদের চাকরিতে সুযোগ দেওয়া হবে এবং নিরাপদ কমর্স্থলের ব্যবস্থা করা হবে।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ, পুটখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হবিবর রহমান হবি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, মৎস্য বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান প্রমুখ
বিডি প্রতিদিন/এমআই