রাজধানীর যাত্রাবাড়ী থানার ৫০ নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবীর পক্ষে গণসংযোগ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে যাত্রাবাড়ী থানা ও ৫০ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ লিফলেট বিতরণ ও বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ করেন।
লিফলেট বিতরণ ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাকিল মোল্লা, যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারিকুল ইসলাম তারেক ও স্বেচ্ছাসেবক দলের যাত্রাবাড়ী থানার সদস্য সচিব দ্বীন ইসলামসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন