নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে নোয়াখালীতে কোনো উত্তাপ ছিল না। জনজীবন স্বাভাবিক দেখা গেছে। বিশেষ অভিযানে ১৭ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ ইব্রাহিম।
এদিকে শেখ হাসিনার ফাঁসির দাবিতে নোয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও আইনজীবী ফোরাম সদস্যরা।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, কুমিল্লা–ফেনী–লক্ষ্মীপুর–নোয়াখালী সংযোগস্থলের চৌমুহনী চৌরাস্তায় বীরশ্রেষ্ঠ রুহুল আমীন চত্বরে যান চলাচল স্বাভাবিক ছিল। সকাল থেকেই সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে।
বুধবার রাত থেকে আজ দুপুর পর্যন্ত পুলিশ ও যৌথবাহিনীর উদ্যোগে জেলার বিভিন্ন স্থান থেকে কিশোর গ্যাং সদস্যসহ ১৭ জনকে আটক করা হয়েছে। পুলিশ ও যৌথবাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া মাইজদী ও চৌমুহনীর মতো বাণিজ্যিক শহরেও যান চলাচল স্বাভাবিক দেখা গেছে।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ নিশ্চিত করে জানিয়েছেন, শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপি ও আইনজীবী ফোরাম সদস্যরা এ বিক্ষোভ মিছিল করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল