জন্মদিনে ইতিহাস গড়ার হাতছানি ছিল মাহমুদুল হাসান জয়ের সামনে। মাত্র ২৯ রান দূরে ছিলেন ডাবল সেঞ্চুরি থেকে। কিন্তু ভাগ্য সহায় হয়নি। বৃহস্পতিবার সকালে নিজের ২৫তম জন্মদিনে আগের দিনের ১৬৯ রানের সঙ্গে মাত্র ২ রান যোগ করেই আউট হয়ে যান এই ওপেনার। তবুও, তার ১৭১ রানের ইনিংসই বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্মদিনে খেলা সর্বোচ্চ ইনিংস হিসেবে নতুন রেকর্ড গড়েছে।
জয়ের ইনিংস, নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, আর সাদমান, মুমিনুল ও লিটনের হাফ সেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশ নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়েছে। সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে টাইগাররা ইনিংস ব্যবধানে জয়ের একদম দ্বারপ্রান্তে।
তৃতীয় দিনের সকালে কিছুটা চাপে পড়লেও পরে শান্ত ও লিটনের জুটিতে বাংলাদেশ দৃঢ় অবস্থান নেয়। ৩০১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড ব্যাট করতে নেমে ৮৬ রানেই ৫ উইকেট হারায়। ফলে ২১৫ রানে পিছিয়ে থেকে মাত্র পাঁচ উইকেট হাতে নিয়ে চতুর্থ দিনে নামতে হবে সফরকারীদের।
দিন শেষে সংবাদ সম্মেলনে জয় বলেন,'হতাশ। প্রথম ডাবল সেঞ্চুরি মিস করেছি। সুযোগ ছিল, হয়নি।'
শ্রীলঙ্কা সিরিজে ব্যর্থতার পর টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন জয়। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রত্যাবর্তনেই খেলেছেন ক্যারিয়ারসেরা ইনিংস। তিনি বলেন,'জাতীয় দলের হয়ে অনেক দিন পর রান করেছি। ভালো লাগছে। যা গেছে, সেটা গেছে এখন সামনে তাকাচ্ছি।'
দল থেকে বাদ পড়ার পর ব্যাটিংয়ে টেকনিক্যাল পরিবর্তন এনেছেন জয়। তিনি বলেন, 'টেকনিক্যালি কিছু পরিবর্তন করেছি, স্টাইলে কাজ করেছি। এনসিএল টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পাওয়ায় আত্মবিশ্বাস বেড়েছে। এখন সেটাই কাজে লাগাচ্ছি।'
বিডি প্রতিদিন/মুসা