জাতির উদ্দেশে দেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক ও মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম বলেন, জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণে জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। জাতীয় নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় দেশ একটি নিশ্চিত সংঘাত থেকে রক্ষা পেল। আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ হয়েছে বলেও নেতারা মন্তব্য করেন।
বিবৃতিতে নেতারা আরো বলেন, একটি চিহ্নিত মহল আওয়ামী লীগ ও ভারতের ফরমায়েশে বিভিন্ন অযৌক্তিক এবং রাষ্ট্রবিরোধী দাবি দাওয়ার আন্দোলন করে দেশে সংঘাত ও সংঘর্ষ সৃষ্টির পাঁয়তারা করছিল। যাতে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার সুযোগ তৈরি করে দিতে পারে। যা জাতীয় নির্বাচন বানচাল করার বড় ধরনের ষড়যন্ত্র ছিল বলে নেতারা জানান। ঠিক সেসময় প্রধান উপদেষ্টার আজকের এই ভাষণ দেশী-বিদেশী সেসব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে বলে তারা মন্তব্য করেন। এরপরও যদি ওইসব ষড়যন্ত্রকারীরা নতুন করে অস্থিতিশীলতা তৈরি করতে চায়, তাহলে জনগণ তাদেরকে কঠোরভাবে প্রতিহত করবে বলে নেজামে ইসলাম পার্টির নেতারা হুঁশিয়ারি দেন।
বিডি-প্রতিদিন/বাজিত