ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন গ্রহণ ও ফি জমা দেয়ার সময় ৩ দিন বাড়ানো হয়েছে। আবেদনের সময় ১৬ নভেম্বর থেকে বাড়িয়ে ১৯ নভেম্বর করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন গ্রহণ ও ফি জমা দেয়ার সময় ১৬ নভেম্বর ২০২৫ তারিখের পরিবর্তে ১৯ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত (মোট ৩দিন) বৃদ্ধি করা হয়েছে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১৯ নভেম্বর ২০২৫ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত আবেদন ও ফি জমা দিতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত