বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং শার্শা আসনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, একটি দল গণভোটের নামে নির্বাচন বন্ধের পাঁয়তারা চালাচ্ছে। দলটির কারণে দেশ আজ গভীর সংকটে। দলের নেতারা দেশে অরাজকতা সৃষ্টির জন্য প্রতিনিয়ত উস্কানিমূলক কথাবার্তা বলছেন। দেশে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার স্বার্থে তিনি নেতাদের সহনশীল আচরণ করার আহ্বান জানান।
বৃহস্পতিবার শার্শার শিকারপুরে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। মফিকুল হাসান তৃপ্তি বলেন, আজ স্পষ্ট প্রমাণিত হয়েছে কারা বাসে আগুন লাগিয়ে নৈরাজ্য সৃষ্টি করে, মানুষ পুড়িয়ে মারে। কথিত লকডাউনের নামে দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিস্টদের দোসররা গত ক’দিন বাসে আগুন লাগিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে।
অতীতেও আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বিভিন্ন স্থাপনা ও বাসে আগুন লাগিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল মন্তব্য করে তিনি বলেন, তারা নিরীহ বিএনপি নেতা-কর্মীদের ঘরছাড়া করেছিল। একইভাবে আবারও তারা আগুন সন্ত্রাস শুরু করেছে। আওয়ামী লীগের দোসরদের থেকে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।
শিকারপুর ওয়ার্ড বিএনপির সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহসভাপতি শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সিরাজুল ইসলাম তরফদার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফুল আলম বাবু, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ইমদাদুল হক ইমদা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবুল, বিএনপি নেতা আতাউর রহমান আতা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন এবং বিএনপি নেতা বদিউজ্জামান বদি প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল