রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাহাদাত হোসেন নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে আটক করা হয়।
নগরীর মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, শাহাদাত ছাত্রলীগের রাজনীতি করতো। তার নামে মামলাও আছে। কোন নাশকতার সঙ্গে জড়িত কিনা সেটা আমরা যাচাই-বাছাই করছি।
২০২২ সালে ঘোষিত বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমির আলী হল ছাত্রলীগের সহসভাপতি ছিলেন শাহাদাত। বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র ছিলেন। তার বাড়ি রাজশাহী নগরীতে। তিনি একটি কোচিং সেন্টার পরিচালনা করেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন