সফরকারী নেপালের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে এক গোলে পিছিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে চমক দেখাল বাংলাদেশ। বিরতি থেকে ফিরে এসে প্রথম পাঁচ মিনিটের মধ্যেই জোড়া গোল করেন হামজা চৌধুরী। হামজার জোড়া গোলেই ম্যাচে এগিয়ে গেলেন জামাল ভূঁইয়ারা।
বৃহস্পতিবার প্রীতি ম্যাচে জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৩২ মিনিটে বাংলাদেশের জালে গোল পাঠিয়ে দেয় নেপাল।
বাঁ প্রান্ত থেকে আক্রমণ করে নেপাল। ডিফেন্ডার সাদ উদ্দিন নেপালের ফরোয়ার্ডকে ঠিক মতো মার্কিং করতে পারেননি। নেপালি ফুটবলারের কাটব্যাক ক্লিয়ার করতে পারেননি সোহেল রানা। ফলে খানিকটা দৌড়ে এসে রোহিত চাদের নেওয়া জোরালো শট বাংলাদেশের ডিফেন্স ও গোলরক্ষককে পরাস্ত করতে সমস্যা হয়নি।
এর আগে ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ দুটি কর্নার পেয়েছিল দুই প্রান্ত থেকে। তেমন কিছু করতে পারেনি। ২৬ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ পেয়েছিল বাংলাদেশই। নেপালের ডিফেন্ডার হেডে বল ক্লিয়ার করতে পারেননি। বাংলাদেশের দুই ফরোয়ার্ড রাকিব ও ফাহিম বলের নাগালে ছিলেন। এরপরও পুরোপুরি নিয়ন্ত্রণ না পাওয়ায় শট নেওয়া হয়নি ফাহিমের।
বিডি-প্রতিদিন/বাজিত