আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে প্রতীকে ভোট চেয়ে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ উপজেলা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেছেন, আমি রাজনীতিতে এসেছি আপনাদেরকে সাথে নিয়ে মানুষকে আলো জ্বালাতে। দল আমার উপর আস্থা রেখেছে। সেই আস্থার প্রতিদান স্বরূপ আমরা একটি ঝড়ো বাতাসের মোমবাতি হতে চাই, যে মোমবাতি আস্তে আস্তে জ্বালিয়ে একটি শিক্ষিত মূল্যবোধের প্রজন্ম তৈরি করতে চাই।
বুধবার বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ২ নং সোহাগী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলনে এসব কথা বলেন মাজেদ বাবু।
এতে মাজেদ বাবু বলেন, যতবার এই দেশ স্বৈরাচারের কবলে পড়েছে, যতবার এই দেশের মানুষ বিপদগ্রস্ত হয়েছে, একজন মানুষ মমতা দিয়ে এই দেশকে আগলে রেখেছেন-তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা তার দল করি। ১৭ বছর প্রবাসে থেকে যিনি তৃণমূলকে সংগঠিত করে এই দলকে নেতৃত্ব দিয়েছেন, আপনারা তার দল করেন, দেশনায়ক তারেক রহমানের দল করেন।
তিনি বলেন, তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি নেতার একটি আদর্শ থাকতে হবে। কেউ যদি আমাদের দলের নাম ব্যবহার করে এই আদর্শ থেকে বিচ্যুত হয়, আমরা তাকে এই দলে রাখতে পারবো না, নেতৃত্ব দিতে সহযোগিতা করতে পারব না।
বিএনপির এই মনোনীত প্রার্থী বলেন, আয়নাঘর থেকে নির্বাচনীর মাঠে ফেরা আমার নতুন জীবন। মামলা, হামলা এবং আয়নাঘরে নির্যাতিত হয়েও শহীদ জিয়ার আদর্শ থেকে কখনো বিচ্যুত হইনি। রাজনীতি করে আমার নেওয়ার কিছু নেই। আমার লক্ষ্য একটি শিক্ষিত সমাজ গড়ে ঈশ্বরগঞ্জকে আধুনিক ও সমৃদ্ধশালী উপজেলা হিসেবে গড়ে তোলা।
এতে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত