আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের পক্ষে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা বাজারে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন মোতাহার হোসেন।
এ সময় মোতাহার হোসেন তালুকদার বলেন, তারাকান্দা অবহেলিত জনপদের একটি। উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সর্বাত্মক চেষ্টা করেছে এ জনপদের উন্নয়ন করতে। আশা করি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে এ জনপদের বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সমস্যা সমাধানে চেষ্টা করব ইনশাআল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলেজের সভাপতি রাকিব তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকিসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত