লেখালেখি ও প্রকাশনা কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ লক্ষ্মীপুরে সেরা ১৭ লেখক ও শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা প্রাপ্তদের মধ্যে ১০ জন লেখক ও ৭টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খ্রিসা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার লাখী, জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম মিত্র চন্দ, শিক্ষাবিদ মাইন উদ্দিন পাঠান, জেডএম ফারুকীসহ অনেকে।
আয়োজকরা জানান, স্কুল ও মাদ্রাসা পর্যায়ের বার্ষিক প্রকাশনা উৎসবে অংশ নেয় ২৬টি শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্য থেকে সেরা ১০ লেখক এবং ৭টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।
জেলা প্রশাসক বলেন, ‘শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। শুধু ভালো ফল নয়, ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে।’
বিডি-প্রতিদিন/আশফাক