রংপুরের কাউনিয়া উপজেলায় সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে প্রয়োজনীয় সরকারি-বেসরকারি সেবাপ্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী ডা. মো. শামসুর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মো. আসাদুজ্জামান। প্রেসপারিটি প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন টেকনিক্যাল অফিসার (কমিউনিটি মোবিলাইজেশন) মো. জিয়াউর রহমান। এছাড়া বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক মো. আসলাম।
ওরিয়েন্টেশনে মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় সরকারি সেবাসমূহ নিয়ে সেশন পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপা রানী বিশ্বাস, ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ আসাদুজ্জামান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু সাহেদসহ আরও অনেকে।
গ্রাম বিকাশ কেন্দ্রের বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ‘পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল – ইইউ’ (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের আওতায় এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনের মূল উদ্দেশ্য ছিল উপজেলা পর্যায়ে সরকারি সেবা ও সুবিধাসমূহ সম্পর্কে অবহিতকরণ এবং এসব সেবার সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করা। অনুষ্ঠানে গ্রাম কমিটির সদস্য, ফোরাম ও মা-শিশু ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/আশফাক