আওয়ামী লীগের ঘোষিত লকডাউনেরে বিরুদ্ধে বগুড়ায় বিক্ষোভ ও প্রতিরোধ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বগুড়া সরকারি আজিজুল হক কলেজে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
একই সঙ্গে শহরে লকডাউন প্রতিরোধে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী জাকির হোসেন ও শামীম রেজা। এছাড়া বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার এইচআরডি সম্পাদক ও কলেজ শিক্ষার্থী আল জাবের হক্কানী, আপ বাংলাদেশ-এর যুগ্ম আহ্বায়ক সিফাতুল্লাহ, ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং কলেজ সেক্রেটারি সাকিব হাসান তামিম।
বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতন ঘটেছে। যতবার আওয়ামী লীগ মাথা চাড়া দেবে, ততবার ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। তারা দ্রুত জুলাই সনদের আইনি স্বীকৃতি এবং গণভোটের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের দাবিও জানান।
এদিন সকাল থেকে শহরের বিভিন্ন মোড়ে পুলিশের কড়া নজরদারি ছিল। তবে লকডাউনের ঘোষণা সত্ত্বেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরের ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল ছিল সম্পূর্ণ স্বাভাবিক।
বিডিপ্রতিদিন/কবিরুল