আওয়ামী লীগের ঘোষিত লকডাউন রংপুরে ব্যাপক প্রভাব ফেলেনি — শহরজুড়েই জীবন-বাণিজ্য স্বাভাবিক ছিল। বাসস্ট্যান্ডগুলো থেকে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটের বাস নির্ধারিত সময়েই ছেড়ে গেছে; নগরীর সড়কে যানচলাচল এবং দোকান- বিপণিও অন্যান্য দিনের মতোই ছিল।
অপর দিকে, আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের কার্যক্রমকে কেন্দ্র করে সন্ত্রাসী তৎপরতার অভিযোগে প্রতিবাদ করে রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টায় কলেজ গেট থেকে বের হওয়া মিছিলটি লালবাগ ও খামার মোড় প্রদক্ষিণ করে। মিছিলে সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
লালবাগ মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র সাজ্জাদ হোসেন, আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের মাহমুদুল হাসান, ইংরেজি বিভাগের মুহাফিজ হোসেনসহ অন্য শিক্ষার্থীরা। তারা বলেন, গত দিনের ঘটনার ভূয়সী সমালোচনা করে দাবি করেন, দেশের গণতন্ত্র ও শান্তি কে ক্ষুন্ন করতে কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না।
বক্তারা অভিযোগ করেন, ক্ষমতাসীনদের কিছু তৎপরতা দেশের অস্থিতিশীলতার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তা প্রতিরোধে জনগণ ও ছাত্র সমাজ প্রস্তুত।
প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তারা সব ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে। এছাড়া কেউ আইনশৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে দাবি জানানো হয়। মিছিল–সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।
বিডি-প্রতিদিন/সুজন