রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম উলন বাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা দিয়ে শিশু আইয়ান মোহাম্মদ জাউজি'র (১০) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে ঘটনাটি ঘটে। পরে স্বজনেরা দেখতে পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে বিকাল ৩টায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের ফুফাতো ভাই আশফাক মঈন বলেন, ডেভেলপার দিয়ে নির্মিত অসমাপ্ত ছয় তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে থাকি। দুপুরে যে কোন সময়ে সিঁড়ি সংলগ্ন লিফটের ফাঁকা দিয়ে নিচে পড়ে যায় সে। পড়ে দেখতে পাই, সে ঐ ফাঁকা স্থানের নিচে পড়ে আছে। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
রামপুরা পশ্চিম উলন বাজার স্থানীয় বাসিন্দা ব্যাবসায়ী মো. শরিফের ছেলে আইয়ান।
শিশুর ভাই বলেন, আইয়ান যখন আরও ছোট ছিল ওখন জ্বর হওয়ার পর থেকে সে শারীরিকভাবে অসুস্থ ছিল। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত