রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক দিনে ২ হাজার ২৬৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৫৩৪টি যানবাহন ডাম্পিং এবং ৮৮টি গাড়ি রেকার করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, বুধবার (১২ নভেম্বর) রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
বিভাগভিত্তিক মামলার সংখ্যা:
ট্রাফিক-মতিঝিল বিভাগে: ১০ বাস, ৫ ট্রাক, ২৬ কাভার্ডভ্যান, ৬৮ সিএনজি ও ২৯২ মোটরসাইকেলসহ মোট ৪৫৯ মামলা।
ট্রাফিক-ওয়ারী বিভাগে: ৭ বাস, ৩ ট্রাক, ২১ কাভার্ডভ্যান, ৯ সিএনজি ও ১৮৫ মোটরসাইকেলসহ ২৭৩ মামলা।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে: ১০ বাস, ৪ ট্রাক, ২১ কাভার্ডভ্যান, ২৭ সিএনজি ও ১৯৬ মোটরসাইকেলসহ ২৯১ মামলা।
ট্রাফিক-মিরপুর বিভাগে: ২ বাস, ৫ ট্রাক, ১২ কাভার্ডভ্যান, ২৬ সিএনজি ও ২২০ মোটরসাইকেলসহ ৩২৫ মামলা।
ট্রাফিক-গুলশান বিভাগে: ৪ বাস, ৩ ট্রাক, ৭ কাভার্ডভ্যান, ৮ সিএনজি ও ১৯২ মোটরসাইকেলসহ ২৬৬ মামলা।
ট্রাফিক-উত্তরা বিভাগে: ৮ বাস, ৮ ট্রাক, ১২ কাভার্ডভ্যান, ৩১ সিএনজি ও ১৪৯ মোটরসাইকেলসহ ২৮৩ মামলা।
ট্রাফিক-রমনা বিভাগে: ৫ বাস, ১ ট্রাক, ২ কাভার্ডভ্যান, ৭ সিএনজি ও ৯২ মোটরসাইকেলসহ ১৪১ মামলা।
ট্রাফিক-লালবাগ বিভাগে: ১ বাস, ৩ ট্রাক, ৩ কাভার্ডভ্যান, ১৭ সিএনজি ও ১৮০ মোটরসাইকেলসহ ২৩০ মামলা।
ডিএমপি জানায়, রাজধানীতে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/জামশেদ