ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) ডেপুটি কমান্ডার-ইন-চিফ বলেছেন, প্রতিরক্ষা সক্ষমতা আগের চেয়েও বেশি উন্নত, ভবিষ্যতে আরও বাড়ানো হবে। তা কেবল বাড়তেই থাকবে। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিত করবে না বরং এই বিষয়ে অগ্রগতি অব্যাহত থাকবে।
আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের শহীদদের স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ডেপুটি কমান্ডার-ইন-চিফ ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিত করার বিষয়ে শত্রুদের দাবিকে মূর্খদের মতামত বলে উড়িয়ে দেন।
তিনি উল্লেখ করেন, ইরানের ক্ষেপণাস্ত্র পাল্লার কাঠামো প্রয়াত ইমাম খোমেনি কর্তৃক সংজ্ঞায়িত হয়েছিল। এর সঙ্গে আইআরজিসির সক্ষমতার কোনো সীমাবদ্ধতার সম্পর্ক নেই। ফাদাভি দৃঢ়তার সাথে বলেন, আইআরজিসি একটি গতিশীল এবং উন্নত সংস্থা যা তার অগ্রগতির পথে দৃঢ়ভাবে অবিচল রয়েছে।
তিনি শহীদ হাসান তেহরানি-মোগাদ্দাম এবং অন্যান্য অ্যারোস্পেস শহীদদের প্রচেষ্টারও প্রশংসা করেন। যারা ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। এই প্রসঙ্গে তিনি বলেন, যখন আল্লাহ দেখেন যে আমরা আমাদের দায়িত্ব পালন করছি, তখন তিনি আমাদের বিজয় দান করেন।
চলতি সপ্তাহের গোড়ার দিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি জোর দিয়েছিলেন যে দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পশ্চিমাদের বিবেচ্য বিষয় নয়। তিনি আরও উল্লেখ করেন, এই ধরনের বিষয় উত্থাপন করা মার্কিন যুক্তরাষ্ট্র এবং নির্দিষ্ট কিছু ইউরোপীয় দেশের আধিপত্যবাদী নীতি প্রকাশ করে।
বিডি প্রতিদিন/নাজমুল