কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি সুনামগঞ্জে। বৃহস্পতিবার অন্যান্য দিনের মতো রাস্তায় যানবাহনের ভিড় ছিল। খোলা ছিল দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালত।
এদিকে, লকডাউন কর্মসূচিকে ঘিরে কোথাও কোনো মিছিল করেনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ কিংবা অন্য কোনো অঙ্গসংগঠন। তবে বুধবার নির্জন সড়ক থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী পুলিশের চোখ ফাঁকি দিয়ে পৃথক দুটি ঝটিকা মিছিল করে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের ব্যস্ততম এলাকা ট্রাফিক পয়েন্ট ঘুরে দেখা যায়—অন্যান্য দিনের মতো সবকিছু স্বাভাবিক ছিল। সড়কে ছিল পর্যাপ্ত যানবাহন, সকল দোকানপাট খোলা ছিল।
এদিকে, সকাল থেকে শহরে মোটরসাইকেল নিয়ে লকডাউন বিরোধী মহড়া দিতে দেখা যায় এনসিপির ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীদের।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে গতরাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল