শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার বিকাশে বসুন্ধরা শুভসংঘ জয়পুরহাট ক্ষেতলাল শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা-সংস্কৃতি উৎসব। সোমবার (১০ নভেম্বর) নওটিকা কেশুরতা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ছড়া, কবিতা ও গল্প লেখা এবং সাধারণ জ্ঞান বিষয়ে প্রতিযোগিতা অংশ নেয় শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফফর হোসেন। সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার সভাপতি এম রাসেল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভসংঘ ক্ষেতলাল শাখার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, শিক্ষা ও চিকিৎসা বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান জয়, ক্রীড়া বিষয়ক সম্পাদক আম্মার হোসেন, প্রচার সম্পাদক সাজিবুল ইসলাম পাভেল, এবং সাধারণ সদস্য রওশনারা রিফাহ ও ফাহমিদা রোশনি প্রমুখ।
সভাপতির বক্তব্যে এম রাসেল আহমেদ বলেন, শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ই একজন শিক্ষার্থী সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। বসুন্ধরা শুভসংঘ সর্বদা তরুণ প্রজন্মকে সৃজনশীল ও ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে কাজ করছে।
প্রধান অতিথি মোজাফফর হোসেন বলেন, বসুন্ধরা শুভসংঘের এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস এবং প্রতিভা প্রকাশের সুযোগ তৈরি করবে। আগামী প্রজন্মের আলোকিত সমাজ গঠনে এ উদ্যোগ প্রশংসনীয়।
পুরস্কারপ্রাপ্ত ৮ম শ্রেণির ছাত্রী নুরে আল বাসরী বলেন, এমন আয়োজন আমাদের আত্মবিশ্বাস বাড়ায় ও নতুন কিছু শেখার সুযোগ দেয়। এমন সুন্দর আয়োজনের জন্য শুভসংঘকে ধন্যবাদ।
অষ্টম শ্রেণির আরেক ছাত্রী আনিকা খাতুন বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ আমাদের সাহস ও উদ্দীপনা দিয়েছে। পুরস্কার পাওয়া যেন নতুন স্বপ্নের সূচনা।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থেকে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন।
বিডি প্রতিদিন/কামাল