চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ছুরিকাঘাতে আহম্মদ হোসেন নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় তার ছেলে রিয়াদ হোসনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) ভোরে বাঁশখালী উপজেলার পুকুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, আহম্মদ হোসেন নামের ওই ব্যক্তি নিহতের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্ত রিয়াদকে সোমবার ভোরে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাড়িতে পারিবারিক বিভিন্ন বিষয়ে বাবা ছেলের মধ্যে ঝগড়া বেধে যায়। ঝগড়ার এক পর্যায়ে রিয়াদ ছুরি দিয়ে তার বাবার গলায় আঘাত করে। পরে আহম্মদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম